☆ করোনা ভাইরাস এর জন্য আসন্ন মনসা পূজায় কিছু নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ☆
☆ কিছু নিয়ম ও দিক-নির্দেশনাবলী ☆
১। নিজে সাচেতন থাকতে হবে,অন্যকে সচেতন করতে হবে। জ্বর,শ্বাসকষ্ট,সর্দি-কাশি নিয়ে মন্দিরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
২। মুখে মাস্ক,হাতে গ্লাবস ছাড়া মন্দির এলাকায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
৩। পশুর সাথে ১জন কিংবা বিশেষ প্রয়োজনে ২জন সুস্থ এবং সবল মানুষ শুধুমাত্র মন্দিরে প্রবেশ করতে পারবে।
৪। কোন অবস্থাতেই বয়স্ক এবং শিশুদের মন্দিরে সঙ্গে আনা যাবে না। পূজার দিন বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত মন্দির দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে খোলা রাখা হবে।
৫। পশু বলির পর কোন অবস্থাতেই মন্দির এলাকায় পশুর চামড়া কিংবা মাংস ছাড়ানো যাবে না। পশু বলির সাথে সাথে কমিটি আপনাকে একটি বড় ব্যাগ সরবরাহ করিবে।
৫। পূজার নৈবদ্য হিসেবে শুধু মাত্র মিষ্টি পূজা গ্রহন করা হবে। মিষ্টি পূজা আগেরদিন মন্দিরে দিয়ে যেতে হবে। কোন অবস্থাতেই পূজার দিন মন্দির প্রাঙ্গনে এসব নিয়ে অহেতুক ঝামেলা কিংবা জট সৃষ্টি করা যাবে না।
৬। অবশ্যই সামাজিক দূরত্ব মেনে সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। অন্যথায়, আপনার কারণেই আপনার নিজের পরিবার ঝুঁকিতে পরতে পারে ।
বি:দ্র: পূজার দিন কমিটির দিক-নির্দেশনা মেনে মা মনসার উদ্দেশ্যে বলি কিংবা পূজা সম্পন্ন করতে হবে। মনে রাখবেন,স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা হবার সম্ভাবনা কম। শুধু আপনি নই, আপনার আশেপাশে সকলে মেনে চলছে কিনা সেটি খেয়াল রাখাও আপনার দায়িত্ব।
